ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কিশোরী গণধর্ষণ` মামলার পলাতক আসামি খলিল ও বশির’ আটক

মনির হোসেন জীবন

প্রকাশিত : ১৯:১৬, ৮ মে ২০২৪

Ekushey Television Ltd.

বরগুনায়  ১৫ বছরের কিশোরীকে গণধর্ষণ' মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি খলিল ও বশির’কে রাজধানীর ডেমরা এলাকা থেকে আটক  করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)

র‌্যাব সূত্র জানিয়েছে, গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০ ও র‌্যাব-৮ এর পৃথক  দল গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২ টা থেকে অভিযান শুরু করে আজ বুধবাধ দুপুর একটা পর্যন্ত  রাজধানীর ডেমরা থানার মোস্ত মাঝির মোড় ও একই থানার ডেমরাঘাট এলাকায় (২৪ ঘন্টার রুদ্ধশ্বাস) অভিযান  চালিয়ে তাদের আটক করে। 

আটকরা হলো, গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি মোঃ খলিল (৩৮) ও মোঃ বশির হোসেন (৩৫)। বুধবার বিকেলে র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বরগুনা জেলার বরগুনা সদর এলাকায় বসবাসকারী বুদ্ধি প্রতিবন্ধী দম্পতি বরগুনা সদরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে আসছিল। তাদের সংসারে ১৫ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বুদ্ধি প্রতিবন্ধী দম্পতি প্রায়ই তাদের মেয়ে ভিকটিম (১৫)’কে বাসায় রেখে ভিক্ষাবৃত্তি করার জন্য বেরিয়ে যেত।  তখন একই এলাকায় বসবাসকারী মোঃ খলিল (৩৮), মোঃ বশির (৩৫), মোঃ কামাল (৪০), মোঃ দুলাল (৪২) এবং আকলিমা বেগম (৩৩) তাদের প্রতিবেশী হওয়ায় তাদের সবার সাথে ভিকটিমের পরিবারের সু-সম্পর্ক ছিল। 

ঘটনার বিবরণ উল্লেখ  করে র‌্যাব জানান,  প্রতিদিনের ন্যায় গত ১০ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ বুদ্ধি প্রতিবন্ধী দম্পতি তাদের মেয়ে ভিকটিম (১৫)’কে বাসায় রেখে ভিক্ষাবৃত্তি করার জন্য বাসা থেকে বের হয়। অতঃপর খলিলের স্ত্রী ভিকটিমকে ডেকেছে বলে খলিল ভিকটিমকে তার বাসায় নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে খলিল ভিকটিমকে বিভিন্ন প্রলোভন ও ভয়-ভীতি দেখিয়ে ভিকটিমকে জোর পূর্বক একই দিনে দুইবার ধর্ষণ করে। দুলাল ভিকটিমকে ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শন করে, যার ফলে ভিকটিম ভয়ে ঘটনাটি কাউকে জানায়নি।  

র‌্যাব সূত্র জানান, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৪  তারিখ ভিকটিমের অপর প্রতিবেশী দুলাল তার স্ত্রীকে মাটির চুলা সরাতে সাহায্য করার জন্য দুলালের বাসায় ডেকে নিয়ে যায়। ভিকটিম দুলালের বাসায় গিয়ে দেখে দুলারের স্ত্রী বাসায় নেই। অতঃপর দুলাল ভিকটিমের মুখ চেপে ধরে তার বাসার ভিতরে নিয়ে যায়। ওই বাসার ভিতরে পূর্ব থেকে বশির ও কামাল উপস্থিত ছিল। ভিকটিম তাদেরকে দেখে ডাক-চিৎকার করার চেষ্টা করলে দুলাল, বশির ও কামাল সবাই মিলে ভিকটিমের মুখ চেপে ধরে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক তাকে পালাক্রমে গণধর্ষণ করে। পরবর্তীতে আসামিরা ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভিকটিমকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শন করে।

এম. জে. সোহেল জানান,     পরবর্তীতে ভিকটিমের দৈহিক পরিবর্তন পরিলক্ষিত হওয়ায় ভিকটিমের পরিবারের লোকজন ভিকটিমকে তাদের পাশ্ববর্তী মা ও শিশু ক্লিনিকে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে ভিকটিম অন্তঃসত্তা বলে জানায়। অতঃপর ভিকটিমের পরিবারের লোকজন ভিকটিমকে জিজ্ঞাসা করলে ভিকটিম তার পরিবারকে ধর্ষণের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানায়।  

তিনি আরও জানান, ওই ঘটনায় ভিকটিমের দাদি বাদী হয়ে বরগুনা জেলার বরগুনা সদর থানায় ধর্ষক খলিল, দুলাল, বশির, কামাল ও ধর্ষণে সহযোগীতা করায় খলিলের স্ত্রী আকলিমাসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি গণধর্ষণ মামলা দায়ের করেন।  মামলা দায়েরের বিষয়টি জানতে পেরে সকল আসামিরা আত্মগোপনে চলে যায়।

র‌্যাব সূত্র বলছে, ওই গণধর্ষণের ঘটনাটি জানতে পেরে র‌্যাব-১০ ও র‌্যাব-০৮ এর একটি যৌথ আভিযানিক দল চাঞ্চল্যকর ১৫ বছরের কিশোরীকে গণধর্ষণের ঘটনায় জড়িত সকল আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামিরা ওই গণধর্ষণ মামলার প্রধান আসামি বলে অকপটে  স্বীকার করেছে। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি